আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Umarah Junnah Khan 21 February 2021 Last Updated : 11:42 AM 21 February 2021
বি ইসমিহী তা’লা
আল্লাহ তা’লা বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি....., অতপর ‘আদম’ আ. কে আল্লাহ তা’লা ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতা মাতা ‘আদম ও হাওয়া’ আলাইহিসসালাম। ‘হাওয়া’ আলাইহিসসালাম যখন ‘মা’ হলেন, তিনি তার সন্তানকে ভাষা শিশিয়ে ছিলেন। তখন থেকেই চলে আসছে ....
মায়ের কোলে মানুষ যে ভাষা শিখে তাকে মাতৃভাষা বলে। দেশের ভিন্নতায় মাতৃভাষাও ভিন্ন হয়ে থাকে। ভাষার এই বৈচিত্র আল্লাহ তা’লার একটি বড় নিদর্শন। আল্লাহ তা’য়ার এরশাদ “এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র”। (আল কুরআন)
মানুষের জন্য আল্লাহ তা’লার নেয়ামতসমুহের মধ্যে অন্যতম হচ্ছে ভাষা!
মানুষই একমাত্র সৃষ্টি যে তার মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারে, অন্য কোন সৃষ্টি এই নিয়ামত প্রাপ্ত হয়নি।
আদি পিতা আদম আ. থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ স. পযর্ন্ত সমস্ত আম্বিয়া আ. কে আল্লাহ তা’লা নিজ স্বজাতির শুদ্ধ ভাষায় অর্থাৎ মাতৃ ভাষায় প্রেরণ করেছেন। যাতে করে উনারা দ্বীনে এলাহীর দাওয়াত মাতৃ ভাষায় প্রদান করেন এবং মানুষ তা সহজে বুঝতে পারে।
নবিজীর এরশাদ : তিন কারনে আরবি কে ভালোবাসো : 1. কুরআনের ভাষা আরবি, 2. জান্নাতের ভাষা আরবি, 3. আমার ভাষা আরবি। তাই মাতৃ ভাষা কে ভালোবাসা সুন্নাত।
শুদ্ধ ভাষায় কথা বলা :
আল্লাহ তা’লার এরশাদ, “আমি কুরআন কে বিশুদ্ধ ভাষায় অবতীর্ণ করেছি”। (আল কুরআন)
নবিজীর এরশাদ, আমি আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। তিনি সা. শ্রেষ্ঠ সাহিত্যিকও ছিলেন।
সাহিত্য চর্চা করাটাও ইবাদাত।
দ্বীনের দাওয়াতের জন্য বিশুদ্ধ ভাষার প্রয়োজনীয়তা অপরিসীম।
আল্লাহ তা’লা নবী রাসূলগণকে বিশুদ্ধ ভাষায় প্রেরণ করেছিলেন।
মুসা আ. নিজের ভাই হারুন আ. কে বিশুদ্ধ ভাষার কারণে আল্লাহ তা’লার কাছে সহযোগী হিসাবে চেয়েছিলেন। “সে আমার থেকেও বিশুদ্ধ ভাষী”। (আল কুরআন)
আল্লাহ তা’লা আমাদেরকে দুনিয়াতে যত নেয়ামত দান করেছেন তা আমানত হিসেবে দিয়েছেন।
সুতরাং আল্লাহ প্রদত্ত এই নেয়ামতরাজিকে সঠিক পথে ও সঠিকভাবে ব্যবহার করে তার শুকরিয়া আদায় করা এবং এই আমানতকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য।
যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তা’লা যেন তাদেরকে নিজ নিজ নিয়াত অনুযায়ী উত্তম বদলা দেন।
Last Updated : 11:42 AM 21 February 2021