preloader_image

Principal

Message

dmrc_chairman_photo

Muhammad Khan

Principal

“B-Ismihi Taa'la
Assalamu Alaikum wa Rahmatullah …
Nahmaduhu wa nusalli ala rasulihil kareem …”


I am Muhammad Khan, Father: Lt. Col. Dr. Muniruzzaman Khan,
Education: Tamil / Dauraye Hadith (MA Islamic Studies), Ph.D. - Tafsirul Quranil Kareem,

Occupation: Shaikhul Hadith & Vice Principal, Jamia Babussalam (2000-2017); Founder & Principal, Wisdom Academy (established in 2014)

Wisdom Academy: A preaching Tabligh Jamaat came from England in 2012, and there I met a fellow of the congregation, named Ashfaqur Rahman, the Principal of “Alhikmah Islamic School” in UK, and also the President of “Islamic School Association of UK”.

I went to bring that congregation from Gulshan Azad Masjid to our DOHS Baridhara mosque. While the rest of the companions were getting ready, I was standing with him and getting acquainted, and was also exchanging news.

After hearing about my study and family background, he told me, “Maulana Sahab! Something needs to be done for the next generation, because now the education system has undoubtedly split into two divisions, 1. Religious education, culture and environment (centered on the Madrasas), 2. General education (centered on schools, colleges, etc.).

Due to lack of religious environment, students have moved away from Islamic values and thoughts. In this circumstance, it is an utmost necessity to come forward and create a platform to combine these two forms of education, through which students of General education will be taught in an Islamic environment and culture. As a consequence, Islamic values and thoughts will be set in their hearts and they will be transformed into truly practicing Muslim as well as devoted professionals like doctors, engineers ... etc.”

We spent quality time together in that voyage of him. MashaAllah, his words successfully created a sense of responsibility and passion in me. And then I started walking on my desired pathway ………….

I had a strong wish, but lacked in experienced, so I went to different organizations, spent quality time there and discussed various important issues like educational concepts, curriculum, syllabus etc. with them

By the grace of Almighty, realizing the need of time, an organization liked my thoughts, and eventually I was provided with the opportunity of improving their institution. I worked with them for six months without any salary (even with own expenditure), finally an infrastructure of the organization was created successfully.

Later I took the initiative to do something on my own. Alhamdulillah Wisdom Academy favourably started its journey on 1st May in 2014 with a group of eleven people including me, but one by one they all left. By the grace of Allah (SWT), and with all of your cooperation and prayers, Wisdom Academy is growing gradually.

Wisdom Academy’s Theme: Faith Based Education
Wisdom’s Slogan: “Let’s Build an Ideal Mankind”

Vision: Educating and developing the students based on the lessons of Qwami syllabus, Quran-Sunnah, and also providing top quality English medium curriculum that meets international standard, accompanying an ideal, authentic knowledge and environment of Islam, to transform them into highly qualified professionals in any field of choice.

My heartiest pray to the Almighty that He may accept all of Wisdom’s teachers, students, parents, attendants, well wishers and everyone else; and grant us the abilities to work with sincerity. Ameen.

বি-ইসমিহী তা’লা
আসলালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
নাহমাদুহূ ওয়া নুসল্লি আ’লা রাসূলিহিল কারীম

আমি মুহাম্মদ খাঁন, পিতা : লে. কর্ণেল ডা: মুনিরুজ্জামান খাঁন
শিক্ষা : তাকমীল/দাওরায়ে হাদীস (এম এ ইসলামিক স্টাডিজ) পি এইচ ডি – তাফসীরুল কুরআনিল কারীম

কর্ম : শাইখুল হাদীস ও ভাইস প্রিন্সিপাল জামিয়া বাবুস সালাম ২০০০-২০১৭ ফাউন্ডার ও প্রিন্সিপাল উইজডম একাডেমি ২০১৪...
উইজডম একাডেমি : ২০১৪ সালে এক তাবলীগ জামাত আসে ইংল্যান্ড থেকে, জামাতের এক সাথী, নাম আশফাকুর রহমান, তিনি ইংল্যান্ড এর “আল হিকমাহ” ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ও ইংল্যান্ড ইসলামিক স্কুল এসোসিয়েশন এর সভাপতি। আমার সাথে ওনার প্রথম দেখা।

গুলশান আজাদ মাসজিদ থেকে সেই জামাত আমাদের ডি ও এইচ এস বারিধারা মাসজিদে আনতে গেলাম, বাকি সাথীরা রেডি হচ্ছে, আমি আর উনি দাড়িয়ে পরিচিত হই, খবরা খবর আদান প্রদান করছি, আমার পড়া-লেখা ও ফ্যমেলি অবকাঠামো জানার পর, তিনি আমাকে বললেন যে, মাওলানা সাব! পরবর্তি প্রজন্মের জন্য কিছু একটা ভাবা ও করা দরকার, কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা অঘোষিতভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, ১. দীনি শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ, যা মাদ্রাসা কেন্দ্রিক। ২.জেনারেল শিক্ষা, যা স্কুল কলেজ ইত্যাদিতে হয়ে থাকে, দ্বীনি পরিবেশ না থাকার কারণে, ইসলামী মুল্যবোধ ও চিন্তাচেতনা থেকে শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে। এহেন অবস্থায় আপনাদের এগিয়ে আসা জরুরি, এবং উক্ত দুই শিক্ষার সমন্বয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী পরিবেশ ও সংস্কৃতির সাথে জেনারেল সাব্জেক্ট পড়বে। যার ফলে তাদের অন্তরে ইসলামী মূল্যবোধ ও চিন্তা-চেতনা গড়ে উঠবে।তারা হবে দীনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার.. ইত্যাদি।

সেই সফরে উনিও আমাকে, আমিও ওনাকে অনেক সময় দেই। আমার ভিতরে একটা দায়িত্বের অনুভুতি ও প্রেরণা তৈরি করে দিয়ে যান, মাশাআল্লাহ! তারপর আমার পথ চলা ..... আমার আছে ‘ইচ্ছা’, লাগবে ‘অভিজ্ঞতা’, যার জন্য ছুটলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, সময় দিলাম, তাদের চিন্তাধারা, ক্যারিকুলাম, সিলেবাস ইত্যাদি আরো প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহর মেহেরবানিতে এক প্রতিষ্ঠান আমার চিন্তাধারাকে পছন্দ করে তাদের প্রতিষ্ঠানকে উন্নতি করার সুযোগ দিলো। প্রায় ছয় মাস তাদেরকে বিনা বেতনে বরং আরো নিজের টাকা খরচ করে, সময় দিয়ে প্রতিষ্ঠানটির একটি অবকাঠামো তৈরি হয়।

এবার আমি নিজে কিছু করার উদ্যগ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ উইজডম একাডেমির সূচনা হয় ১লা মে ২০১৪ সালে। আমিসহ ১১ জন, একে একে সবাই আমাকে রেখে চলে যান। আল্লাহর মেহেরবানি ও আপনাদের সহযোগিতা ও দোয়ায় উইজডম একাডেমি ধীরে ধীরে আগে বাড়ছে... উইজডম একাডেমির থীম : “বিশ্বাস ভিত্তিক পড়ালেখা”। উইজডম একাডেমির স্লোগান: “আদর্শবান মানুষ গড়ি”। উইজডম একাডেমির বৈশিষ্ঠ : ইসলামিক সংস্কৃতি ও পরিবেশের মধ্যে রেখে শিক্ষার্থীদেরকে কওমী লিলেবাস ভিত্তিক কুরআন-সুন্নাহ ও আন্তরজাতিক মানের ইংরেজি মাধ্যমে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তা’লা যেন আমাকে ইখলাসের সাথে কাজ করার তাওফীক দেন, এবং উইজডম একাডেমি এবং এর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাহয্যকারি, শুভাকাঙিক্ষ ও অন্যান্য সাবাইকে কবুল করেন, আমীন।